পাচারের সময় সীমান্ত থেকে ডলার উদ্ধার


চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্ত এলাকা থেকে পাচারের সময় ৮০ হাজার ডলার উদ্ধার করেছে বিজিবি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ডলারগুলো উদ্ধার করা হয়।



চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি সূত্র জানায়, দামুড়হুদার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বড় ধরনের চোরাচালান হবে খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। 

এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাগজে মোড়ানো আটটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটগুলো খুলে ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। 

ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post